
বিসিএস প্রস্তুতির বিশেষ টিপস
১. আন্দাজে উত্তর করা যাবে না
মো. তরিকুর
রহমান মেধা
তালিকায় প্রথম
স্থান অধিকারী
বিসিএস পুলিশ,
২৯তম বিসিএস
পরীক্ষা
যে বিষয়
সহজ মনে
হয়, সেটি
সবার আগে
উত্তর করতে
হবে।
প্রথমে জানা
প্রশ্নগুলোর উত্তর করতে হবে। কঠিন কোনো
প্রশ্ন নিয়ে
সময় নষ্ট
না করে
পরের প্রশ্নে
চলে যেতে
হবে।
আন্দাজে কোনো
প্রশ্নের উত্তর
করাটা হবে
বোকামি।
তবে ৭০টি
প্রশ্নের উত্তর
নিশ্চিত জানা
থাকলে ধারণার
ওপর ভিত্তি
করে বড়জোর
আরো ১০টি
উত্তর করা
যেতে পারে,
কিন্তু কোনোক্রমেই
২০টি নয়। আমার
পরিচিত অনেকে
প্রিলিমিনারি থেকে বাদ পড়েছে অনুমানের
ওপর উত্তর
করতে গিয়ে।
২. বাংলা
সাহিত্য ও ব্যাকরণ_দুটি অংশেই সমান গুরুত্ব দিতে হবে
সানজিদা ইয়াছমিন
প্রথম...